1. বৎসরা, পিতার উপদেশ শোন,সুবিবেচনা বুঝবার জন্য মনোযোগ দাও।
2. কেননা আমি তোমাদেরকে আদেশমালা দেব;তোমরা আমার ব্যবস্থা ত্যাগ করো না।
3. কারণ আমিও নিজের পিতার সন্তান ছিলাম,মাতার দৃষ্টিতে কোমল ও অদ্বিতীয় ছিলাম।
4. পিতা আমাকে শিক্ষা দিতেন, বলতেন,তোমার অন্তর আমার কথা ধরে রাখুক;আমার সমস্ত হুকুম পালন কর, জীবন পাবে;
5. প্রজ্ঞা অর্জন কর, সুবিবেচনা আয়ত্ব কর, ভুলে যেও না;আমার মুখের কথা থেকে বিমুখ হয়ো না।
6. প্রজ্ঞাকে ছেড়ো না, সে তোমাকে রক্ষা করবে;তাকে মহব্বত কর, সে তোমাকে সংরক্ষণ করবে।