16. তিনি ভূমির বিষয়ে সঙ্কল্প করে তা ক্রয় করেন,নিজের হাতের ফল দিয়ে আঙ্গুরের বাগান প্রস্তুত করেন।
17. তিনি বলযুক্ত হয়ে কোমরবন্ধনী পরেন,আপন বাহুযুগল বলশালী করেন।
18. তিনি দেখতে পান, তাঁর ব্যবসায় উত্তম,রাতে তাঁর দীপ নির্বাপিত হয় না।
19. তিনি টেকুয়া নিতে নিজের হাত বাড়িয়ে দেন,তাঁর দু’হাত তাঁতের টাকু ধরে।