মেসাল 31:1-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. লমূয়েল বাদশাহ্‌র কথা। তাঁর মা তাঁকে এই দৈববাণী শিক্ষা দিয়েছিলেন।

2. হে বৎস, কি বলবো?হে আমার গর্ভের সন্তান, কি বলবো।হে আমার মানতের পুত্র, তোমাকে আমি কি বলবো?

3. তুমি নারীদেরকে নিজের শক্তি দিও না,যা বাদশাহ্‌দের বিনাশক, তাতে লিপ্ত হয়ো না।

4. বাদশাহ্‌দের জন্য, হে লমূয়েল,বাদশাহ্‌দের জন্য মদ্যপান উপযুক্ত নয়,‘সুরা কোথায়? এই কথা বলা শাসনকর্তাদের অনুচিত।

5. পাছে পান করে তাঁরা আইন-কানুন বিস্মৃত হন,এবং কোন দুঃখীর বিচার বিপরীত করেন।

6. মৃতকল্প ব্যক্তিকে সুরা দাও,তিক্তপ্রাণ লোককে আঙ্গুর-রস দাও;

7. সে পান করে দৈন্যদশা ভুলে যাক,নিজের দুর্দশা আর মনে না করুক।

8. যারা নিজেদের পক্ষে কথা বলতে পারে না তাদের জন্য তুমি মুখ খোল,এতিমদের পক্ষে তুমি কথা বল।

9. তোমার মুখ খোল, ন্যায়বিচার কর,দুঃখী ও দরিদ্রের বিচার কর।  

মেসাল 31