মেসাল 30:22-26 কিতাবুল মোকাদ্দস (BACIB)

22. গোলামের ভার, যখন সে রাজত্ব লাভ করে,মূর্খের ভার, যখন সে ভক্ষ্যে পরিতৃপ্ত হয়,

23. ঘৃণিতা স্ত্রীর ভার, যখন সে পত্নীর পদ পায়,আর বাঁদীর ভার, যখন সে নিজের কর্ত্রীর স্থান লাভ করে।

24. দুনিয়াতে এই চারটি অতি ক্ষুদ্র,তবুও তারা বড় বুদ্ধি ধরে;

25. পিপীলিকা শক্তিমান জাতি নয়,তবু গ্রীষ্মকালে স্ব স্ব খাদ্যের আয়োজন করে;

26. শাফন জন্তু বলবান জাতি নয়,তবুও শৈলে ঘর বাঁধে;

মেসাল 30