17. যে চোখ তার পিতাকে পরিহাস করে,নিজের মাতার হুকুম মানতে অবহেলা করে,উপত্যকার কাকেরা তা তুলে নবে,ঈগল পাখির বাচ্চাগুলো তা খেয়ে ফেলবে।
18. তিনটা জিনিস আমার জ্ঞানের অগম্য,চারটা জিনিস আমি বুঝতে পারি না;
19. ঈগল পাখির পথ আসমানে,সাপের পথ শৈলের উপরে,জাহাজের পথ সমুদ্রের মধ্যস্থলে,পুরুষের পথ যুবতীতে।
20. জেনাকারীণীর পথও তদ্রূপ;সে খেয়ে মুখ মোছে,আর বলে, আমি অধর্ম করি নি।
21. তিনটার ভারে ভূতল কাঁপে,চারটার ভারে কাঁপে, সইতে পারে না;
22. গোলামের ভার, যখন সে রাজত্ব লাভ করে,মূর্খের ভার, যখন সে ভক্ষ্যে পরিতৃপ্ত হয়,
23. ঘৃণিতা স্ত্রীর ভার, যখন সে পত্নীর পদ পায়,আর বাঁদীর ভার, যখন সে নিজের কর্ত্রীর স্থান লাভ করে।
24. দুনিয়াতে এই চারটি অতি ক্ষুদ্র,তবুও তারা বড় বুদ্ধি ধরে;
25. পিপীলিকা শক্তিমান জাতি নয়,তবু গ্রীষ্মকালে স্ব স্ব খাদ্যের আয়োজন করে;
26. শাফন জন্তু বলবান জাতি নয়,তবুও শৈলে ঘর বাঁধে;
27. পঙ্গপালগুলোর বাদশাহ্ নেই,তবুও তারা দল বেঁধে যাত্রা করে;
28. টিক্টিকি হাত দিয়ে চলে,তবুও বাদশাহ্র অট্টালিকায় থাকে।
29. তিনটা জিনিস সুন্দরভাবে গমন করে,চারটা জিনিস সুন্দরভাবে চলে;
30. সিংহ, যে পশুদের মধ্যে বিক্রমী,যে কাউকেও দেখে ফিরে যায় না;
31. যুদ্ধের ঘোড়া, আর ছাগল এবং বাদশাহ্,যখন তাঁর সৈন্যদল তাঁর সঙ্গে থাকে।
32. তুমি যদি নিজের বড়াই করে মূর্খের কাজ করে থাক,কিংবা যদি কুসঙ্কল্প করে থাক, তবে তোমার মুখে হাত দাও।
33. কেননা দুধ মন্থনে মাখন বের হয়,নাসিকা মন্থনে রক্ত বের হয় ও ক্রোধ মন্থনে বিরোধ হয়।