26. কেননা মাবুদ তোমার বিশ্বাসভূমি হবেন,ফাঁদ থেকে তোমার পা রক্ষা করবেন।
27. যাদের মঙ্গল করা উচিত,তাদের মঙ্গল করতে অস্বীকার করো না,যখন তা করার ক্ষমতা তোমার হাতে থাকে।
28. তোমার প্রতিবেশীকে বলো না,‘যাও, আবার এসো, আমি আগামীকাল দিব’,যখন তোমার হাতে থাকে।
29. তোমার প্রতিবেশীর বিরুদ্ধে কুসঙ্কল্প করো না,সে তো তোমার কাছে নির্ভয়ে বাস করে।