7. ধার্মিক দীনহীন লোকদের বিচার বোঝে;অজ্ঞ লোক জ্ঞান বোঝে না।
8. নিন্দাপ্রিয় লোকেরা নগরে আগুন লাগিয়ে দেয়;কিন্তু জ্ঞানবানেরা ক্রোধ শান্ত করে।
9. অজ্ঞানের সঙ্গে জ্ঞানবানের ঝগড়া হলে,সে রাগ করুক বা হাসুক, কিছুতেই শান্তি হয় না।
10. রক্তপাতী লোকেরা সিদ্ধব্যক্তিকে ঘৃণা করে;আর সরল লোকের প্রাণনাশের চেষ্টা করে।
11. হীনবুদ্ধি নিজের সমস্ত ক্রোধ প্রকাশ করে,কিন্তু জ্ঞানী তা সম্বরণ করে প্রশমিত করে।
12. যে শাসনকর্তা মিথ্যা কথায় কান দেন,তাঁর কর্মকর্তারা সকলে দুষ্ট।
13. দরিদ্র ও জুলুমবাজ একটা ব্যাপারে সমান—মাবুদ উভয়ের চোখেই আলো দান করে থাকেন।
14. যে বাদশাহ্ সত্যভাবে দীনহীনদের বিচার করেন,তাঁর সিংহাসন নিত্য স্থির থাকবে।
15. দণ্ড ও তিরষ্কার প্রজ্ঞা দেয়;কিন্তু অশাসিত বালক মাতার লজ্জাজনক।
16. দুষ্ট লোকেরা বৃদ্ধি পেলে অধর্ম বৃদ্ধি পায়;কিন্তু ধার্মিকেরা তাদের নিপাত দেখবে।
17. তোমার পুত্রকে শাস্তি দাও, সে তোমাকে শান্তি দেবে,সে তোমার প্রাণকে আনন্দিত করবে।
18. দর্শনের অভাবে লোকেরা উচ্ছৃঙ্খল হয়;কিন্তু যে আইন-কানুন মানে, সে সুখী।
19. কেবল কালাম দ্বারা গোলামের শাসন হয় না,কেননা সে বুঝলেও কথা মানবে না।