21. যে গোলামকে বাল্যাবধি কোমলভাবে প্রতিপালন করে,শেষে সেই গোলাম তার পুত্র হয়ে উঠে।
22. কোপন-স্বভাব ব্যক্তি ঝগড়া উত্তেজিত করে,বদমেজাজী ব্যক্তি বিস্তর অধর্ম করে।
23. মানুষের অহংকার তাকে নিচে নামাবে,কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাবে।
24. চোরের সহযোগী নিজের প্রাণকে ঘৃণা করে;সে কসম করাবার কথা শোনে, কিন্তু কিছু বলে না।
25. লোক-ভয় ফাঁদজনক;কিন্তু যে মাবুদের উপর ঈমান আনে,সে উঁচু স্থানে স্থাপিত হবে।
26. অনেকে শাসনকর্তার দয়া খোঁজ করে;কিন্তু মানুষের বিচার মাবুদ হতেই হয়।