15. দণ্ড ও তিরষ্কার প্রজ্ঞা দেয়;কিন্তু অশাসিত বালক মাতার লজ্জাজনক।
16. দুষ্ট লোকেরা বৃদ্ধি পেলে অধর্ম বৃদ্ধি পায়;কিন্তু ধার্মিকেরা তাদের নিপাত দেখবে।
17. তোমার পুত্রকে শাস্তি দাও, সে তোমাকে শান্তি দেবে,সে তোমার প্রাণকে আনন্দিত করবে।
18. দর্শনের অভাবে লোকেরা উচ্ছৃঙ্খল হয়;কিন্তু যে আইন-কানুন মানে, সে সুখী।
19. কেবল কালাম দ্বারা গোলামের শাসন হয় না,কেননা সে বুঝলেও কথা মানবে না।