মেসাল 29:11-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. হীনবুদ্ধি নিজের সমস্ত ক্রোধ প্রকাশ করে,কিন্তু জ্ঞানী তা সম্বরণ করে প্রশমিত করে।

12. যে শাসনকর্তা মিথ্যা কথায় কান দেন,তাঁর কর্মকর্তারা সকলে দুষ্ট।

13. দরিদ্র ও জুলুমবাজ একটা ব্যাপারে সমান—মাবুদ উভয়ের চোখেই আলো দান করে থাকেন।

14. যে বাদশাহ্‌ সত্যভাবে দীনহীনদের বিচার করেন,তাঁর সিংহাসন নিত্য স্থির থাকবে।

15. দণ্ড ও তিরষ্কার প্রজ্ঞা দেয়;কিন্তু অশাসিত বালক মাতার লজ্জাজনক।

মেসাল 29