মেসাল 28:6-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. বরং সেই দরিদ্র লোক ভাল, যে নিজের সিদ্ধতায় চলে,তবু বিপথগামী কুটিল লোক ধনবান হলেও ভাল নয়।

7. যে আইন-কানুন মানে, সেই জ্ঞানবান পুত্র;কিন্তু পেটুকদের সখা পিতার অপমানজনক।

8. যে সুদ ও চক্রবৃদ্ধি সুদ নিয়ে নিজের ধন বাড়ায়,সে তা এমন একজনের জন্য সঞ্চয় করে যে দীনহীনদের প্রতি সদয়।

9. যে আইন-কানুন শোনা থেকে নিজের কান ফিরিয়ে নেয়,তার মুনাজাতও ঘৃণ্য।

মেসাল 28