1. কেউ তাড়না না করলেও দুষ্টপালায়;কিন্তু ধার্মিকেরা সিংহের মত সাহসী।
2. দেশের অধর্মে তার অনেক মালিক হয়;কিন্তু বুদ্ধিমান ও জ্ঞানবান লোক দ্বারা কর্তৃত্ব স্থায়ী হয়।
3. যে দরিদ্র লোক দীনহীনদের প্রতি জুলুম করে,সে এমন প্লাবনের বৃষ্টির মত, যার পরে খাদ্য থাকে না।
4. যারা আইন-কানুন ত্যাগ করে তারা দুষ্টের প্রশংসা করে;কিন্তু যারা আইন-কানুন পালন করে তারা দুষ্টদের প্রতিরোধ করে।
5. দুরাচারেরা বিচার বোঝে না,কিন্তু মাবুদের অন্বেষীরা সকলই বোঝে।
6. বরং সেই দরিদ্র লোক ভাল, যে নিজের সিদ্ধতায় চলে,তবু বিপথগামী কুটিল লোক ধনবান হলেও ভাল নয়।