6. প্রণয়ীর প্রহার বিশ্বাসযোগ্য,কিন্তু দুশমনের চুম্বন চাতুরীপূর্ণ।
7. তৃপ্ত প্রাণ মৌচাককেও পদতলে দলিত করে;কিন্তু ক্ষুধার্ত প্রাণের কাছে তিক্ত দ্রব্যগুলোও মিষ্ট।
8. যেমন বাসা থেকে ভ্রমণকারী পাখি,তেমনি স্বস্থান থেকে ভ্রমণকারী মানুষ।
9. সুগন্ধি তেল ও ধূপ চিত্তকে আমোদিত করে,বন্ধুর আন্তরিক পরামর্শজনিত মিষ্টতাও তদ্রূপ।