মেসাল 27:17-22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

17. লোহা লোহাকে ধারালো করে,তদ্রূপ মানুষ তার বন্ধুর মুখ ধারালো করে।

18. যে ডুমুর গাছ রাখে, সে তার ফল খাবে;যে তার প্রভুর সেবা করে, সে সম্মানিত হবে।

19. পানির মধ্যে যেমন মুখের প্রতিরূপ মুখ,তেমনি মানুষের প্রতিরূপ মানুষের হৃদয়।

20. পাতালের ও বিনাশ-স্থানের তৃপ্তি নেই,মানুষের চোখের তৃপ্ত হয় না।

21. রূপার জন্য যেমন রূপা গলাবার পাত্র ও সোনার জন্য হাফর,তেমনি যে প্রশংসা পায় তার দ্বারাই তাকে পরীক্ষা করা হয়।

22. যদিও উখলিতে গমের মধ্যে মুষল দ্বারা অজ্ঞানকে চূর্ণ কর,তবুও তার অজ্ঞানতা দূর হবে না।

মেসাল 27