মেসাল 27:1-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আগামীকালের বিষয়ে গর্বেরকথা বলো না;কেননা এক দিন কি উপস্থিত করবে, তা তুমি জান না।

2. অপরে তোমার প্রশংসা করুক,তোমার নিজের মুখ না করুক;অন্য লোকে করুক, তোমার নিজের ওষ্ঠ তা না করুক।

3. পাথর খুব ভারী ও বালিও ভারী,কিন্তু অজ্ঞানের অসন্তোষ ঐ দু’টোর চেয়ে ভারী।

4. ক্রোধ নিষ্ঠুর ও কোপ বন্যার মত,কিন্তু অন্তর্জ্বালার কাছে কে দাঁড়াতে পারে?

5. বরং প্রকাশ্য তিরস্কার ভাল,তবু গুপ্ত মহব্বত ভাল নয়।

6. প্রণয়ীর প্রহার বিশ্বাসযোগ্য,কিন্তু দুশমনের চুম্বন চাতুরীপূর্ণ।

7. তৃপ্ত প্রাণ মৌচাককেও পদতলে দলিত করে;কিন্তু ক্ষুধার্ত প্রাণের কাছে তিক্ত দ্রব্যগুলোও মিষ্ট।

8. যেমন বাসা থেকে ভ্রমণকারী পাখি,তেমনি স্বস্থান থেকে ভ্রমণকারী মানুষ।

9. সুগন্ধি তেল ও ধূপ চিত্তকে আমোদিত করে,বন্ধুর আন্তরিক পরামর্শজনিত মিষ্টতাও তদ্রূপ।

10. নিজের মিত্রকে ও পিতার মিত্রকে ত্যাগ করো না;নিজের বিপদের সময়ে ভাইয়ের বাড়িতে যেও না;দূরস্থ ভাইয়ের চেয়ে নিকটস্থ প্রতিবেশী ভাল।

11. বৎস, জ্ঞানবান হও; আমার চিত্তকে আনন্দিত কর;তাতে যে আমাকে ব্যঙ্গ করে, তাকে উত্তর দিতে পারবো।

12. সতর্ক লোক বিপদ দেখে নিজেকে লুকায়;কিন্তু অবোধেরা আগে গিয়ে দণ্ড পায়।

13. যে অপরের জামিন হয়, তার পোশাক নাও;যে বিজাতীয়ার জামিন হয়, তার পোশাক বন্ধক হিসেবে রাখ।

মেসাল 27