মেসাল 26:1-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. যেমন গ্রীষ্মকালে তুষার ওশস্যচ্ছেদনকালে বৃষ্টি,তেমনি হীনবুদ্ধির পক্ষে সম্মান অনুপযুক্ত।

2. যেমন চড়াই পাখি ভ্রমণ করে, খঞ্জন পাখি উড়তে থাকে,তেমনি অকারণে দেওয়া বদদোয়া কাছে আসে না।

3. ঘোড়ার জন্য চাবুক, গাধার জন্য বল্‌গা,আর হীনবুদ্ধিদের পিঠের জন্য দণ্ড।

4. হীনবুদ্ধিকে তার অজ্ঞানতা অনুসারে উত্তর দিও না,পাছে তুমিও তার মত হও।

5. হীনবুদ্ধিকে তার অজ্ঞানতা অনুসারে উত্তর দাও,পাছে সে নিজের দৃষ্টিতে জ্ঞানবান হয়।

6. যে হীনবুদ্ধির হাতে সংবাদ প্রেরণ করে,সে নিজের পা কেটে ফেলে ও ক্ষতিগ্রস্ত হয়।

7. খঞ্জের পা খুঁড়িয়ে চলে,হীনবুদ্ধিদের মুখে নীতিকথা তদ্রূপ।

8. যেমন প্রস্তররাশির মধ্যে মণির থলি,তেমনি সেই জন, যে হীনবুদ্ধিকে সম্মান প্রদান করে।

9. মাতালের হাতে যে কাঁটা উঠে,তা যেমন, তেমনি হীনবুদ্ধিদের মুখে নীতিকথা।

10. যেমন তীরন্দাজ সকলকে ক্ষতবিক্ষত করে,তেমনি সেই ব্যক্তি, যে হীনবুদ্ধিকে বেতন দেয়,আর যে পথের লোককে বেতন দেয়।

11. যেমন কুকুর নিজের বমির প্রতি ফেরে,তেমনি হীনবুদ্ধি নিজের অজ্ঞানতার প্রতি ফিরে আসে।

12. তুমি কি নিজের দৃষ্টিতে জ্ঞানবান লোক দেখছ?তার চেয়ে বরং হীনবুদ্ধির বিষয়ে বেশি প্রত্যাশা আছে।

13. অলস বলে, পথে সিংহ আছে,চৌরাস্তায় কেশরী থাকে।

14. কব্জাতে যেমন দরজা ঘোরে,তেমনি অলস নিজের পালঙ্কে ঘোরে।

15. অলস থালায় হাত ডুবায়,পুনর্বার মুখে তুলতে তার কষ্ট হয়।

16. সাত জন সুবিচারসিদ্ধ উত্তরদাতার চেয়েঅলস নিজের দৃষ্টিতে বেশি জ্ঞানবান।

17. যে জন পথে যেতে যেতে অন্যের ঝগড়ায় নাক গলায়,সে কুকুরের কান ধরে।

মেসাল 26