6. বাদশাহ্র সম্মুখে আত্মগৌরব করো না,মহৎ লোকদের স্থানে দাঁড়াবে না;
7. কেননা বরং এই ভাল যে, তোমাকে বলা যাবে, ‘এখানে উঠে এসো’;কিন্তু তোমার চোখ যাঁকে দর্শন করেছে,সেই অধিপতির সাক্ষাতে অপদস্থ হওয়া তোমার পক্ষে ভাল নয়।
8. শীঘ্র ঝগড়া করতে যেও না;বিবাদের শেষে তুমি কি করবে,যখন তোমার প্রতিবেশী তোমাকে লজ্জায় ফেলবে?
9. প্রতিবেশীর সঙ্গে তোমার ঝগড়া মিটিয়ে ফেল,কিন্তু পরের গুপ্ত কথা প্রকাশ করো না;