মেসাল 25:20-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

20. যে বিষণ্ন অন্তরের কাছে গজল গান করে,সে যেন শীতকালে কাপড় ছাড়ে,ক্ষতস্থানের উপরে অম্লরস দেয়।

21. তোমার দুশমন যদি ক্ষুধিত হয়, তাকে অন্ন ভোজন করাও;যদি সে পিপাসিত হয়, তাকে পানি পান করাও;

22. কেননা তা করলে তা হবেতার মাথায় জ্বলন্ত অঙ্গার রাশি করে রাখার মত,আর মাবুদ তোমাকে পুরস্কার দেবেন।

23. উত্তর দিকের বায়ু বৃষ্টির উৎপাদক,তেমনি রটনাকারীর জিহ্বা ক্রোধদৃষ্টির জন্ম দেয়।

মেসাল 25