মেসাল 25:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. নিম্নলিখিত মেসালগুলোওসোলায়মানের;এহুদার বাদশাহ্‌ হিষ্কিয়ের কর্মকর্তারা এগুলো লিখে নেন।

2. বিষয় গোপন করা আল্লাহ্‌র গৌরব,বিষয়ের অনুসন্ধান করা বাদশাহ্‌দের গৌরব।

3. যেমন উচ্চতা সম্বন্ধে বেহেশত ও গভীরতার সম্বন্ধে দুনিয়া,তদ্রূপ বাদশাহ্‌দের হৃদয় অনুসন্ধান করা যায় না।

মেসাল 25