মেসাল 24:6-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. বস্তুত সুমন্ত্রণার চালনায় তুমি যুদ্ধ করবে,আর অনেক মন্ত্রীর দরুন জয়ী হবে।

7. মূর্খের জন্য প্রজ্ঞা অতি উঁচু;সে নগর-দ্বারে মুখ খোলে না।

8. যে অপকারের সঙ্কল্প করে,লোকে তাকে কুসঙ্কল্পকারী বলবে।

9. অজ্ঞানতার সঙ্কল্প গুনাহ্‌ময়,আর যে নিন্দুক, সে মানুষের চোখে ঘৃণিত।

10. সঙ্কটের দিনে যদি অবসন্ন হও,তবে তোমার শক্তি সঙ্কুচিত হবে।

11. তাদেরকে উদ্ধার কর,যারা মৃত্যুর কাছে নীত হচ্ছে,যারা কাঁপতে কাঁপতে বধ্যভূমিতে যাচ্ছে,আহা! তাদেরকে রক্ষা কর।

মেসাল 24