26. যে ব্যক্তি যথার্থ জবাব দেয়,সে ওষ্ঠাধর চুম্বন করে।
27. বাইরে তোমার কাজের আয়োজন কর,ক্ষেতে নিজের কাজ সম্পন্ন কর, পরে তোমার ঘর বাঁধ।
28. অকারণে তোমার প্রতিবেশীর বিপক্ষে সাক্ষী হয়ো না;তুমি কি কথার মধ্য দিয়ে প্রতারণা করতে চাও?
29. বলো না, ‘সে আমার প্রতি যেমন করেছে,আমিও তার প্রতি তেমনি করবো;তার যেমন কাজ, তাকে তেমনি ফল দেব।’
30. আমি অলসের ক্ষেতের পাশ দিয়ে গেলাম,হীনবুদ্ধির আঙ্গুরের বাগানের কাছ দিয়ে গেলাম;
31. আর দেখ, সেই সমস্ত ক্ষেত কাঁটাবন হয়ে উঠেছে,আগাছা তার উপরটা আচ্ছন্ন করেছে,তার প্রস্তরময় প্রাচীর ভগ্ন হয়েছে।
32. আমি দৃষ্টিপাত করলাম, মনোনিবেশ করলাম,তা দর্শন করে উপদেশ পেলাম;
33. ‘আর একটু নিদ্রা, আর একটু তন্দ্রা,আর একটু শুয়ে হাত জড়সড় করবো; ’
34. তাই তোমার দরিদ্রতা দস্যুর মত আসবে,তোমার দৈন্যদশা ঢালীর মত আসবে।