21. হে বৎস, মাবুদকে ভয় কর এবং বাদশাহ্কেও ভয় কর,পরিবর্তনপ্রিয় লোকদের সঙ্গে যোগ দিও না;
22. কেননা অকস্মাৎ তাদের বিপদ ঘটবে;উভয়ের দ্বারা যে সংহার হবে তা কে জানে?
23. এই সমস্ত জ্ঞানবানদের উক্তি।বিচারে পক্ষপাতিত্ব করা ভাল নয়।
24. যে দুষ্টকে বলে, তুমি ধার্মিক,জাতিরা তাকে বদদোয়া দেবে,লোকবৃন্দ তাকে ঘৃণা করবে।