মেসাল 24:15-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. রে দুষ্ট, তুমি ধার্মিকের নিবাসের বিরুদ্ধে ওৎ পেতে থেকো না,তার বাসস্থান নষ্ট করো না।

16. কেননা ধার্মিক সাত বার পড়লেও আবার উঠে;কিন্তু দুষ্টেরা দুর্যোগে নিপাতিত হবে।

17. তোমার দুশমনের পতনে আনন্দ করো না,সে নিপাতিত হলে তোমার অন্তর উল্লসিত না হোক;

18. পাছে মাবুদ তা দেখে অসন্তুষ্ট হন,এবং তার উপর থেকে তাঁর ক্রোধ সরিয়ে নেন।

19. তুমি দুর্বৃত্তদের বিষয়ে রুষ্ট হয়ো না;দুষ্টদের প্রতি ঈর্ষা করো না।

20. যেহেতু দুর্বৃত্ত লোকের ভবিষ্যতের আশা নেই,দুষ্টদের প্রদীপ নিভে যাবে।

21. হে বৎস, মাবুদকে ভয় কর এবং বাদশাহ্‌কেও ভয় কর,পরিবর্তনপ্রিয় লোকদের সঙ্গে যোগ দিও না;

22. কেননা অকস্মাৎ তাদের বিপদ ঘটবে;উভয়ের দ্বারা যে সংহার হবে তা কে জানে?

23. এই সমস্ত জ্ঞানবানদের উক্তি।বিচারে পক্ষপাতিত্ব করা ভাল নয়।

মেসাল 24