মেসাল 24:11-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. তাদেরকে উদ্ধার কর,যারা মৃত্যুর কাছে নীত হচ্ছে,যারা কাঁপতে কাঁপতে বধ্যভূমিতে যাচ্ছে,আহা! তাদেরকে রক্ষা কর।

12. যদি বল, দেখ, আমরা এ জানতাম না,তবে যিনি হৃদয় পরিমাপ করেন, তিনি কি তা বোঝেন না?যিনি তোমার প্রাণ রক্ষা করেন, তিনি কি তা জানতে পারেন না?তিনি কি প্রত্যেক মানুষকে তার কর্মানুযায়ী ফল দেবেন না?

13. হে বৎস, মধু খাও, যেহেতু তা উত্তম,মধুর চাক খাও, তা তোমার রসনায় মিষ্ট লাগে;

14. জেনো, তোমার প্রাণের পক্ষে প্রজ্ঞা তদ্রূপ;তা পেলে তোমার ভবিষ্যতের আশা থাকবে,তোমার আশা ছিন্ন হবে না।

15. রে দুষ্ট, তুমি ধার্মিকের নিবাসের বিরুদ্ধে ওৎ পেতে থেকো না,তার বাসস্থান নষ্ট করো না।

16. কেননা ধার্মিক সাত বার পড়লেও আবার উঠে;কিন্তু দুষ্টেরা দুর্যোগে নিপাতিত হবে।

17. তোমার দুশমনের পতনে আনন্দ করো না,সে নিপাতিত হলে তোমার অন্তর উল্লসিত না হোক;

18. পাছে মাবুদ তা দেখে অসন্তুষ্ট হন,এবং তার উপর থেকে তাঁর ক্রোধ সরিয়ে নেন।

19. তুমি দুর্বৃত্তদের বিষয়ে রুষ্ট হয়ো না;দুষ্টদের প্রতি ঈর্ষা করো না।

20. যেহেতু দুর্বৃত্ত লোকের ভবিষ্যতের আশা নেই,দুষ্টদের প্রদীপ নিভে যাবে।

মেসাল 24