9. হীনবুদ্ধির কর্ণগোচরে কথা বলো না,কেননা সে তোমার কথায় যে বিজ্ঞতা রয়েছে তা তুচ্ছ করবে।
10. সীমানার পুরানো চিহ্ন স্থানান্তর করো না,পিতৃহীনদের ক্ষেতে প্রবেশ করো না।
11. কেননা তাদের মুক্তিদাতা বলবান;তিনি তোমার বিরুদ্ধে তাদের পক্ষ সমর্থন করবেন।
12. তুমি শাসনে মন দাও,জ্ঞানের কথায় কান দাও।
13. বালককে শাসন করতে ত্রুটি করো না;তুমি দণ্ড দ্বারা তাকে মারলে সে মরবে না।