7. কেননা সে অন্তরে যেমন ভাবে, নিজেও তেমনি;সে তোমাকে বলে, তুমি ভোজন পান কর,কিন্তু তার অন্তর তোমার সহবর্তী নয়।
8. তুমি যে গ্রাস খেয়েছ, তা বমি করবে,তোমার করা প্রশংসা বৃথা যাবে।
9. হীনবুদ্ধির কর্ণগোচরে কথা বলো না,কেননা সে তোমার কথায় যে বিজ্ঞতা রয়েছে তা তুচ্ছ করবে।
10. সীমানার পুরানো চিহ্ন স্থানান্তর করো না,পিতৃহীনদের ক্ষেতে প্রবেশ করো না।
11. কেননা তাদের মুক্তিদাতা বলবান;তিনি তোমার বিরুদ্ধে তাদের পক্ষ সমর্থন করবেন।
12. তুমি শাসনে মন দাও,জ্ঞানের কথায় কান দাও।
13. বালককে শাসন করতে ত্রুটি করো না;তুমি দণ্ড দ্বারা তাকে মারলে সে মরবে না।
14. তুমি তাকে দণ্ড দ্বারা প্রহার করবে,পাতাল থেকে তার প্রাণকে রক্ষা করবে।
15. বৎস, তোমার অন্তর যদি জ্ঞানশালী হয়,তবে আমারও অন্তর আনন্দিত হবে;
16. বাস্তবিক আমার অন্তর উল্লসিত হবে।যখন তোমার কথা ন্যায়ের কথা হয়,