6. কৃপণের খাদ্য ভোজন করো না,তার সুস্বাদু খাবারে লালসা করো না;
7. কেননা সে অন্তরে যেমন ভাবে, নিজেও তেমনি;সে তোমাকে বলে, তুমি ভোজন পান কর,কিন্তু তার অন্তর তোমার সহবর্তী নয়।
8. তুমি যে গ্রাস খেয়েছ, তা বমি করবে,তোমার করা প্রশংসা বৃথা যাবে।
9. হীনবুদ্ধির কর্ণগোচরে কথা বলো না,কেননা সে তোমার কথায় যে বিজ্ঞতা রয়েছে তা তুচ্ছ করবে।