13. বালককে শাসন করতে ত্রুটি করো না;তুমি দণ্ড দ্বারা তাকে মারলে সে মরবে না।
14. তুমি তাকে দণ্ড দ্বারা প্রহার করবে,পাতাল থেকে তার প্রাণকে রক্ষা করবে।
15. বৎস, তোমার অন্তর যদি জ্ঞানশালী হয়,তবে আমারও অন্তর আনন্দিত হবে;
16. বাস্তবিক আমার অন্তর উল্লসিত হবে।যখন তোমার কথা ন্যায়ের কথা হয়,
17. তোমার মন গুনাহ্গারদের প্রতি ঈর্ষা না করুক,কিন্তু তুমি সমস্ত দিন মাবুদের ভয়ে থাক।
18. কেননা শেষ ফল অবশ্য আছে,তোমার আশা ছিন্ন হবে না।
19. বৎস, তুমি শোন, জ্ঞানবান হও,তোমার হৃদয় সৎপথে চালাও।