মেসাল 23:1-5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. যখন তুমি শাসনকর্তার সঙ্গেভোজনে বসবে,তখন তোমার সম্মুখে কে আছে,ভালভাবে বিবেচনা করবে;

2. আর যদি তুমি পেটুক হও,তবে নিজের গলায় নিজে ছুরি দেবে।

3. তার সুস্বাদু খাদ্যে লালসা করো না,কারণ তা বঞ্চনার আহার।

4. ধন সঞ্চয় করতে অতিশয় যত্ন করো না,তোমার নিজের বুদ্ধি থেকে ক্ষান্ত হও।

5. তুমি যখন ধনের দিকে চাইছো, দেখ, তা আর নেই;কারণ ঈগল যেমন আসমানে উড়ে যায়,ধন তেমনি নিজের জন্য নিশ্চয়ই পাখা প্রস্তুত করে।

মেসাল 23