মেসাল 22:23-29 কিতাবুল মোকাদ্দস (BACIB)

23. কেননা মাবুদ তাদের পক্ষ সমর্থন করবেন,আর যারা তাদের দ্রব্য হরণ করে, তাদের প্রাণ হরণ করবেন।

24. বদরাগী লোকের সঙ্গে বন্ধুতা করো না,ক্রোধীর সঙ্গে যাতায়াত করো না;

25. পাছে তুমি তার আচরণ শিক্ষা কর,নিজের প্রাণের জন্য ফাঁদ প্রস্তুত কর।

26. যারা হাতে তালি দেয় ও ঋণের জামিন হয়,তাদের মধ্যে তুমি এক জন হয়ো না।

27. যদি তোমার পরিশোধের সঙ্গতি না থাকে,তবে গায়ের নিচে থেকে তোমার বিছানা নীত হবে কেন?

28. সীমানার পুরানো চিহ্ন স্থানান্তর করো না,যা তোমার পূর্বপুরুষেরা স্থাপন করেছেন।

29. তুমি কি কোন ব্যক্তিকে তার কাজে খুবই নিপুণ দেখছ?সে বাদশাহ্‌দের সাক্ষাতে দাঁড়াবে,সে নীচ লোকদের সাক্ষাতে দাঁড়াবে না।

মেসাল 22