13. অলস বলে, বাইরে সিংহ আছে,চৌরাস্তায় গেলে আমি মারা পড়বো।
14. ব্যাভিচারী স্ত্রীদের মুখ গভীর খাত;যে লোক মাবুদের ক্রোধের পাত্র সে তার মধ্যে পড়বে।
15. বালকের অন্তরে অজ্ঞানতা বাঁধা থাকে,কিন্তু শাসন-দণ্ড তা তাড়িয়ে দেবে।
16. নিজের ধনবৃদ্ধির জন্য যে দরিদ্রদের প্রতি জুলুম করে,আর যে ধনবানকে দান করে,উভয়েরই অভাব ঘটে।
17. তুমি মনোযোগ দিয়ে জ্ঞানবানদের কথা শোন,আমার জ্ঞানে মনোনিবেশ কর।
18. কেননা সেসব তোমার অন্তরে রাখলে,একসঙ্গে তোমার ওষ্ঠে স্থির থাকলে, সুখপ্রদ হবে।
19. মাবুদ যেন তোমার আশ্রয় হন,সেজন্য আমি তোমাকে, তোমাকেই আজ এসব জানালাম।
20. আমি তোমার কাছে কি উৎকৃষ্ট কথা লিখি নিনানা যুক্তি ও জ্ঞান সম্বন্ধে?
21. যাতে তুমি সত্য ও নির্ভরযোগ্য কালাম জানতে পার,কেউ তোমাকে পাঠালে তুমি যেন তাকে সত্য উত্তর দিতে পার।
22. দীনহীন বলে তাদের দ্রব্য হরণ করো না,দুঃখীকে তোরণদ্বারে চূর্ণ করো না।
23. কেননা মাবুদ তাদের পক্ষ সমর্থন করবেন,আর যারা তাদের দ্রব্য হরণ করে, তাদের প্রাণ হরণ করবেন।