7. দুষ্টদের দুর্জনতা তাদেরকে উড়িয়ে দেয়,কেননা তারা ন্যায়াচরণ করতে অসম্মত।
8. দোষ-ভারাক্রান্ত লোকের পথ ভীষণ বাঁকা;কিন্তু বিশুদ্ধ লোকের কাজ সরল।
9. ছাদের কোণে বাস করা বরং ভাল,তবু বিবাদিনী স্ত্রীর সঙ্গে প্রশস্ত বাড়িতে বাস করা নয়।
10. দুষ্টের প্রাণ অনিষ্টের আকাঙক্ষী,তার দৃষ্টিতে তার প্রতিবেশী করুণা পায় না।
11. নিন্দুককে দণ্ড দিলে অবোধ বুদ্ধিমান হয়,বুদ্ধিমানকে বুঝিয়ে দিলে সে জ্ঞান গ্রহণ করে।
12. যিনি ধর্মময়, যিনি দুষ্টদের কুলের বিষয় বিবেচনা করেন;তিনি দুষ্টদেরকে ধ্বংস করেন।