25. অলসের অভিলাষ তাকে মৃত্যুসাৎ করে,কেননা তার হাত পরিশ্রম করতে অসম্মত।
26. কেউ সমস্ত দিন অতিমাত্র লোভ করে;কিন্তু ধার্মিক দান করে, কাতর হয় না।
27. দুষ্টদের কোরবানী ঘৃণাস্পদ,অসাধু উদ্দেশ্যে আনা হলে তা আরও কত না ঘৃণার বস্তু হবে।
28. মিথ্যাসাক্ষী বিনষ্ট হবে;কিন্তু যে ব্যক্তি ভাল করে শোনে, তার কথা চিরস্থায়ী।
29. দুষ্ট লোক তার নিজের মুখ দৃঢ় করে;কিন্তু যে সরল, সে তার নিজের পথ সুস্থির করে।
30. এমন কোন জ্ঞান, বুদ্ধি বা মন্ত্রণা নেইযা মাবুদের বিরুদ্ধে সফল হতে পারে।
31. যুদ্ধের দিনের জন্য ঘোড়া সুসজ্জিত হয়;কিন্তু বিজয় মাবুদ থেকে হয়।