মেসাল 21:15-25 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. ন্যায়াচরণ ধার্মিকের পক্ষে আনন্দ,কিন্তু দুর্বৃত্তদের পক্ষে তা সর্বনাশ।

16. যে বুদ্ধির পথ ছেড়ে ভ্রমণ করে,সে মৃতদের সমাজে থাকবে।

17. যে আমোদ ভালবাসে, তার দৈন্যদশা ঘটবে;যে আঙ্গুর-রস ও তেল ভালবাসে, সে ধনবান হবে না।

18. দুষ্ট ধার্মিকদের মুক্তির মূল্যস্বরূপ,বিশ্বাসঘাতক সরলদের মূল্যস্বরূপ,

19. বরং নির্জন ভূমিতে বাস করা ভাল,তবু কলহপ্রিয়া ও বদ্‌রাগী স্ত্রীর সঙ্গে বাস করা ভাল নয়।

20. জ্ঞানীর নিবাসে বহুমূল্য ধনকোষ ও তেল আছে;কিন্তু হীনবুদ্ধি তা খেয়ে ফেলে।

21. যে ধার্মিকতা ও দয়ার অনুগামী হয়,সে জীবন, ধার্মিকতা ও সম্মান পায়।

22. জ্ঞানী বলবানদের নগর আক্রমণ করে,এবং তার নির্ভর-স্থানের শক্তি নিপাত করে।

23. যে কেউ তার নিজের মুখ ও জিহ্বা রক্ষা করে,সে সঙ্কট থেকে নিজের প্রাণ রক্ষা করে।

24. যে অভিমানী ও উদ্ধত, তার নাম নিন্দিত হয়;সে অতিরিক্ত দর্পের সঙ্গে ব্যবহার করে।

25. অলসের অভিলাষ তাকে মৃত্যুসাৎ করে,কেননা তার হাত পরিশ্রম করতে অসম্মত।

মেসাল 21