মেসাল 20:8-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. যে বাদশাহ্‌ বিচারাসনে বসেন,তিনি দৃষ্টি দ্বারা সমস্ত নাফরমানী উড়িয়ে দেন।

9. কে বলতে পারে, আমি অন্তর বিশুদ্ধ করেছি,আমার গুনাহ্‌ থেকে পাক-পবিত্র হয়েছি?

10. নানা রকম বাটখারা ও ভিন্ন ভিন্ন পরিমাপের পাত্র,উভয়ই মাবুদের নিকট ঘৃণার কর্ম।

11. বালকও কাজ দ্বারা তার নিজের পরিচয় দেয়,তার কাজ বিশুদ্ধ ও সরল কি না, জানায়।

12. শুনবার জন্য কান ও দেখবার জন্য চোখ—উভয়ই মাবুদের নির্মিত।

13. নিদ্রাকে ভালবেসো না, পাছে দীনতা ঘটে;তুমি জেগে থাক, তাতে খাদ্যে তৃপ্ত হবে।

মেসাল 20