7. যে লোক ধার্মিক সে তার নিজের সিদ্ধতায় চলে,তাদের যে সন্তানেরা তাদের অনুসরণ করে তারা ধন্য।
8. যে বাদশাহ্ বিচারাসনে বসেন,তিনি দৃষ্টি দ্বারা সমস্ত নাফরমানী উড়িয়ে দেন।
9. কে বলতে পারে, আমি অন্তর বিশুদ্ধ করেছি,আমার গুনাহ্ থেকে পাক-পবিত্র হয়েছি?
10. নানা রকম বাটখারা ও ভিন্ন ভিন্ন পরিমাপের পাত্র,উভয়ই মাবুদের নিকট ঘৃণার কর্ম।
11. বালকও কাজ দ্বারা তার নিজের পরিচয় দেয়,তার কাজ বিশুদ্ধ ও সরল কি না, জানায়।
12. শুনবার জন্য কান ও দেখবার জন্য চোখ—উভয়ই মাবুদের নির্মিত।
13. নিদ্রাকে ভালবেসো না, পাছে দীনতা ঘটে;তুমি জেগে থাক, তাতে খাদ্যে তৃপ্ত হবে।
14. ক্রেতা বলে, ভাল নয়, ভাল নয়,কিন্তু যখন চলে যায়, তখন ক্রয় করা জিনিস নিয়ে গর্ব করে।
15. সোনা আছে, অনেক মুক্তাও আছে,কিন্তু জ্ঞানবিশিষ্ট ওষ্ঠাধর অমূল্য রত্ন।
16. যে অপরের জামিন হয়, তার পোশাক নাও;যে বিজাতীয়দের জামিন হয়, তার পোশাক বন্ধক হিসেবে রাখ।
17. মিথ্যা কথার ফল মানুষের মিষ্ট বোধ হয়,কিন্তু পিছনে তার মুখ কাঁকরে পরিপূর্ণ হয়।
18. পরামর্শ দ্বারা সকল সঙ্কল্প স্থির হয়;তুমি সুমন্ত্রণার চালনায় যুদ্ধ কর।
19. যে রটনাকারী, সে গুপ্ত কথা ব্যক্ত করে;যার মুখ আল্গা, তার সঙ্গে ব্যবহার করো না।