মেসাল 20:19-24 কিতাবুল মোকাদ্দস (BACIB)

19. যে রটনাকারী, সে গুপ্ত কথা ব্যক্ত করে;যার মুখ আল্‌গা, তার সঙ্গে ব্যবহার করো না।

20. যে তার নিজের পিতা কিংবা মাতাকে বদদোয়া দেয়,ঘোর অন্ধকারে তার প্রদীপ নিভে যাবে।

21. যে অধিকার প্রথমে ত্বরায় পাওয়া যায়,তার শেষ ফল দোয়াযুক্ত হবে না।

22. তুমি বলো না, অপকারের প্রতিফল দেব;মাবুদের অপেক্ষা কর, তিনি তোমাকে রক্ষা করবেন।

23. বিভিন্ন রকম বাটখারা মাবুদের ঘৃণাস্পদ,ছলনার দাঁড়িপাল্লা ভাল নয়।

24. মানুষের পদক্ষেপ মাবুদ থেকে হয়,তবে মানুষ কেমন করে তার পথ বুঝবে?

মেসাল 20