17. মিথ্যা কথার ফল মানুষের মিষ্ট বোধ হয়,কিন্তু পিছনে তার মুখ কাঁকরে পরিপূর্ণ হয়।
18. পরামর্শ দ্বারা সকল সঙ্কল্প স্থির হয়;তুমি সুমন্ত্রণার চালনায় যুদ্ধ কর।
19. যে রটনাকারী, সে গুপ্ত কথা ব্যক্ত করে;যার মুখ আল্গা, তার সঙ্গে ব্যবহার করো না।
20. যে তার নিজের পিতা কিংবা মাতাকে বদদোয়া দেয়,ঘোর অন্ধকারে তার প্রদীপ নিভে যাবে।