16. যে অপরের জামিন হয়, তার পোশাক নাও;যে বিজাতীয়দের জামিন হয়, তার পোশাক বন্ধক হিসেবে রাখ।
17. মিথ্যা কথার ফল মানুষের মিষ্ট বোধ হয়,কিন্তু পিছনে তার মুখ কাঁকরে পরিপূর্ণ হয়।
18. পরামর্শ দ্বারা সকল সঙ্কল্প স্থির হয়;তুমি সুমন্ত্রণার চালনায় যুদ্ধ কর।
19. যে রটনাকারী, সে গুপ্ত কথা ব্যক্ত করে;যার মুখ আল্গা, তার সঙ্গে ব্যবহার করো না।
20. যে তার নিজের পিতা কিংবা মাতাকে বদদোয়া দেয়,ঘোর অন্ধকারে তার প্রদীপ নিভে যাবে।
21. যে অধিকার প্রথমে ত্বরায় পাওয়া যায়,তার শেষ ফল দোয়াযুক্ত হবে না।
22. তুমি বলো না, অপকারের প্রতিফল দেব;মাবুদের অপেক্ষা কর, তিনি তোমাকে রক্ষা করবেন।
23. বিভিন্ন রকম বাটখারা মাবুদের ঘৃণাস্পদ,ছলনার দাঁড়িপাল্লা ভাল নয়।
24. মানুষের পদক্ষেপ মাবুদ থেকে হয়,তবে মানুষ কেমন করে তার পথ বুঝবে?
25. হঠাৎ ‘পবিত্র হল’ বলে উচ্চারণ করা,আর মানতের পর বিচার করা, মানুষের পক্ষে ফাঁদস্বরূপ।
26. জ্ঞানবান বাদশাহ্ দুষ্টদেরকে ঝেড়ে ফেলেন,তাদের উপর দিয়ে চাকা চালান।
27. মানুষের রূহ্ মাবুদের প্রদীপ,তা অন্তরের সমস্ত অন্তঃপুর তন্ন তন্ন করে খুঁজে দেখে।
28. দয়া ও বিশ্বস্ততা বাদশাহ্কে রক্ষা করে;তিনি দয়ায় নিজের সিংহাসন স্থির রাখেন।