12. শুনবার জন্য কান ও দেখবার জন্য চোখ—উভয়ই মাবুদের নির্মিত।
13. নিদ্রাকে ভালবেসো না, পাছে দীনতা ঘটে;তুমি জেগে থাক, তাতে খাদ্যে তৃপ্ত হবে।
14. ক্রেতা বলে, ভাল নয়, ভাল নয়,কিন্তু যখন চলে যায়, তখন ক্রয় করা জিনিস নিয়ে গর্ব করে।
15. সোনা আছে, অনেক মুক্তাও আছে,কিন্তু জ্ঞানবিশিষ্ট ওষ্ঠাধর অমূল্য রত্ন।
16. যে অপরের জামিন হয়, তার পোশাক নাও;যে বিজাতীয়দের জামিন হয়, তার পোশাক বন্ধক হিসেবে রাখ।