মেসাল 2:17-22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

17. যে যৌবনকালের মিত্রকে ত্যাগ করে,নিজের আল্লাহ্‌র নিয়ম ভুলে যায়;

18. কেননা ওর বাড়ি মৃত্যুর দিকে অবনত,ওর পথ মৃতলোকের দিকে ধাবমান;

19. যারা ওর কাছে যায়, তারা আর ফিরে আসে না,তারা জীবনের পথ পায় না;

20. যেন তুমি সুশীলদের পথে চলতে পার,যেন ধার্মিকদের পথ অবলম্বন কর;

21. কেননা সরল লোকেরা দেশে বাস করবে,সিদ্ধ ব্যক্তিরা সেখানে অবশিষ্ট থাকবে।

22. কিন্তু দুষ্টরা দেশ থেকে উচ্ছিন্ন হবে,বিশ্বাসঘাতকেরা সেখান থেকে উৎপাটিত হবে।  

মেসাল 2