1. বৎস, তুমি যদি আমার সমস্ত কথাগ্রহণ কর,যদি আমার সমস্ত হুকুম তোমার কাছে সঞ্চয় কর,
2. যদি প্রজ্ঞার দিকে কান দাও,যদি বুদ্ধিতে মনোনিবেশ কর;
3. হ্যাঁ, যদি সুবিবেচনাকে আহ্বান কর,যদি বুদ্ধির জন্য উচ্চৈঃস্বরে মিনতি কর;
4. যদি রূপার মত তার খোঁজ কর,গুপ্ত ধনের মত তার অনুসন্ধান কর;
5. তবে মাবুদের ভয় বুঝতে পারবে,আল্লাহ্বিষয়ক জ্ঞান পাবে।
6. কেননা মাবুদই প্রজ্ঞা দান করেন,তাঁরই মুখ থেকে জ্ঞান ও বুদ্ধি বের হয়।
7. তিনি সরলদের জন্য সূক্ষ্ম বুদ্ধি রাখেন,যারা সিদ্ধতায় চলে, তিনি তাদের ঢালস্বরূপ।
8. তিনি ন্যায়বিচারের সমস্ত পথ রক্ষা করেন,যারা তাঁর বিশ্বস্ত তিনি তাদের পথ সংরক্ষণ করেন।