মেসাল 19:26-29 কিতাবুল মোকাদ্দস (BACIB)

26. যে পিতার প্রতি জুলুম করে ও মাতাকে তাড়িয়ে দেয়,সে লজ্জাকর ও অপমানজনক পুত্র।

27. হে বৎস, শাসন মানতে নিবৃত্ত হলেতুমি জ্ঞানের কথা থেকে ভ্রষ্ট হবে।

28. যে সাক্ষী পাষণ্ড, সে বিচারের নিন্দা করে,দুষ্টদের মুখ অধর্ম গ্রাস করে।

29. প্রস্তুত রয়েছে নিন্দুকদের জন্য দণ্ডাজ্ঞা,মূর্খদের পিঠের জন্য বেত্রাঘাত।

মেসাল 19