মেসাল 19:23-27 কিতাবুল মোকাদ্দস (BACIB)

23. মাবুদের ভয় জীবনে নিয়ে যায়,যার তা আছে, সে তৃপ্ত হয়ে বসতি করে,অমঙ্গল তার কাছে যায় না।

24. অলস থালায় হাত ডুবায়,পুনর্বার মুখে দিতেও চায় না।

25. নিন্দুককে প্রহার কর, তাতে অবোধ চতুর হবে,বুদ্ধিমানকে তিরস্কার কর, সে জ্ঞান লাভ করবে।

26. যে পিতার প্রতি জুলুম করে ও মাতাকে তাড়িয়ে দেয়,সে লজ্জাকর ও অপমানজনক পুত্র।

27. হে বৎস, শাসন মানতে নিবৃত্ত হলেতুমি জ্ঞানের কথা থেকে ভ্রষ্ট হবে।

মেসাল 19