মেসাল 19:20-29 কিতাবুল মোকাদ্দস (BACIB)

20. পরামর্শ শোন, শাসন গ্রহণ কর,যেন তুমি শেষকালে জ্ঞানবান হও।

21. মানুষের মনে অনেক সঙ্কল্প হয়,কিন্তু মাবুদেরই মন্ত্রণা স্থির থাকবে।

22. দয়াই মানুষকে বাঞ্ছনীয় করে,এবং মিথ্যাবাদীর চেয়ে দরিদ্র লোক ভাল।

23. মাবুদের ভয় জীবনে নিয়ে যায়,যার তা আছে, সে তৃপ্ত হয়ে বসতি করে,অমঙ্গল তার কাছে যায় না।

24. অলস থালায় হাত ডুবায়,পুনর্বার মুখে দিতেও চায় না।

25. নিন্দুককে প্রহার কর, তাতে অবোধ চতুর হবে,বুদ্ধিমানকে তিরস্কার কর, সে জ্ঞান লাভ করবে।

26. যে পিতার প্রতি জুলুম করে ও মাতাকে তাড়িয়ে দেয়,সে লজ্জাকর ও অপমানজনক পুত্র।

27. হে বৎস, শাসন মানতে নিবৃত্ত হলেতুমি জ্ঞানের কথা থেকে ভ্রষ্ট হবে।

28. যে সাক্ষী পাষণ্ড, সে বিচারের নিন্দা করে,দুষ্টদের মুখ অধর্ম গ্রাস করে।

29. প্রস্তুত রয়েছে নিন্দুকদের জন্য দণ্ডাজ্ঞা,মূর্খদের পিঠের জন্য বেত্রাঘাত।

মেসাল 19