মেসাল 19:14-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

14. বাড়ি ও ধন পৈত্রিক অধিকার;কন্তু বুদ্ধিমতী স্ত্রী মাবুদ থেকে পাওয়া যায়।

15. আলস্য অগাধ নিদ্রা নিয়ে আসে,এবং অলস প্রাণ ক্ষুধায় কষ্ট পায়।

16. যে হুকুম পালন করে, সে নিজের প্রাণ রক্ষা করে;যে তার নিজের পথ উপেক্ষা করে, সে বিনষ্ট হবে।

17. যে দরিদ্রকে কৃপা করে, সে মাবুদকে ঋণ দেয়;তিনি তার সেই উপকারের পরিশোধ করবেন।

মেসাল 19