9. যে ব্যক্তি তার কাজে অলস,সে বিনাশকের সহোদর।
10. মাবুদের নাম দৃঢ় উচ্চগৃহ;ধার্মিক তারই মধ্যে পালিয়ে রক্ষা পায়।
11. ধনবানের ধনই তার দৃঢ় নগর,তার বোধে তা উঁচু প্রাচীর।
12. বিনাশের আগে মানুষের মন গর্বিত হয়,আর সম্মানের আগে নম্রতা থাকে।
13. শুনবার আগেই যে জবাব দেয়,তা তার পক্ষে অজ্ঞানতা ও লজ্জা।
14. মানুষের রূহ্ তার অসুস্থতা সইতে পারে,কিন্তু ভাঙ্গা মন কে বহন করতে পারে?
15. বুদ্ধিমানের অন্তর জ্ঞান অর্জন করে,এবং জ্ঞানবানদের কান জ্ঞানের সন্ধান করে।
16. মানুষের উপহার তার জন্য পথ করে,বড় লোকদের সাক্ষাতে তাকে উপস্থিত করে।
17. যে প্রথমে নিজের পক্ষ সমর্থন করে, তাকে ধার্মিক বোধ হয়;কিন্তু তার প্রতিবেশী এসে তার পরীক্ষা করে।
18. গুলিবাঁট দ্বারা বিবাদের নিবৃত্তি হয়,ও বলবানদের মধ্যে ঝগড়া ভঞ্জন হয়।