18. গুলিবাঁট দ্বারা বিবাদের নিবৃত্তি হয়,ও বলবানদের মধ্যে ঝগড়া ভঞ্জন হয়।
19. বিরক্ত ভাই দৃঢ় নগরের চেয়ে দুর্জয়,আর ঝগড়া দুর্গের অর্গলস্বরূপ।
20. মানুষের অন্তর তার মুখের ফলে পূর্ণ হয়ে যায়,সে নিজের ওষ্ঠে কৃত উপার্জনে পূর্ণ হয়।
21. মরণ ও জীবন জিহ্বার অধীন; যারা তা ভালবাসে,তারা তার ফল ভোগ করবে।
22. যে স্ত্রী পায়, সে উৎকৃষ্ট বস্তু পায়,এবং মাবুদের কাছে রহমত পায়।
23. দরিদ্র লোক অনুনয় বিনয় করে,কিন্তু ধনবান কঠিন উত্তর দেয়।
24. যার অনেক বন্ধু, তার সর্বনাশ হয়;কিন্তু যে সত্যিকারের বন্ধু সে ভাইয়ের চেয়েও বেশি নিকটবর্তী।