মেসাল 17:9-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. যে অধর্ম মাফ করে, সে প্রেমের খোঁজ করে;কিন্তু যে পুনঃ পুনঃ এক কথা বলে, সে মিত্রভেদ জন্মায়।

10. বুদ্ধিমানের মনে তিরস্কার যত লাগে,হীনবুদ্ধির মনে একশত প্রহারও তত লাগে না।

11. দুর্জন কেবল বিদ্রোহ চেষ্টা করে,তার বিরুদ্ধে নিষ্ঠুর দূত প্রেরিত হবে।

12. বাচ্চা হারানো ভল্লুকীর সঙ্গে মানুষের সাক্ষাৎ হোক,তবু অজ্ঞানতায় মগ্ন হীনবুদ্ধি সঙ্গে না হোক।

13. যে উপকার পেয়ে অপকার করে,অপকার তার বাড়ি ত্যাগ করবে না।

14. বিবাদের আরম্ভ বাঁধভাঙ্গা পানির মত;অতএব উত্থিত হবার আগে ঝগড়া ত্যাগ কর।

15. যে দুষ্টকে নির্দোষ করে ও যে ধার্মিককে দোষী করে,তারা উভয়েই মাবুদের ঘৃণাস্পদ।

16. হীনবুদ্ধির হাতে অর্থ কেন থাকবে?কি প্রজ্ঞা ক্রয় করার জন্য? তার যে বুদ্ধি নেই।

মেসাল 17