মেসাল 17:8-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. যে ঘুষ দেয়, তার দৃষ্টিতে ঘুষ বহুমূল্য মণির মত;সে যে দিকে ফেরে, সেই দিকে কৃতকার্য হয়।

9. যে অধর্ম মাফ করে, সে প্রেমের খোঁজ করে;কিন্তু যে পুনঃ পুনঃ এক কথা বলে, সে মিত্রভেদ জন্মায়।

10. বুদ্ধিমানের মনে তিরস্কার যত লাগে,হীনবুদ্ধির মনে একশত প্রহারও তত লাগে না।

মেসাল 17